Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিনেই মনিটাইজেশন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫ ১৭:০২

এবার এলো মাত্র তিনটি নির্দিষ্ট সেটিংস চালু করে ৭ দিনেই মনিটাইজেশন ফিচারে যুক্ত হবে সুযোগ। নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মব্যবহারকারীরা এর ফলে খুব দ্রুত আয় করার সুযোগ পাবেন।

আসুন জেনে নেই সেই তিনটি সেটিংস সক্রিয় করার উপায়:

* প্রফেশনাল মোড অন করা,
* ক্রিয়েটর টুলস সক্রিয় করা এবং
* বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করা।

এই তিনটি ধাপ নিশ্চিত করা হলে ক্রিয়েটরদের কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে রিচ পেতে থাকে এবং অ্যালগরিদম তাদের ভিডিও বা পোস্টকে দ্রুত বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেয়। এর ফলে মাত্র ৫–৭ দিনেই মনিটাইজেশন যোগ্যতা পূর্ণ হয়।

নতুন আপডেটের পর থেকে সবচেয়ে লাভবান হচ্ছেন তারা, যারা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট দিয়ে কনটেন্ট তৈরি শুরু করছেন। বিশেষজ্ঞদের মতে, পূর্বের তুলনায় এখন মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে গেছে, যা তরুণ ক্রিয়েটরদের আরও উৎসাহিত করবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর