Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রাবণের প্রথম দিনে…


১৬ জুলাই ২০১৮ ০৯:২১ | আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

গরমের আর ধুলার দেশের সবচেয়ে সুন্দর মাস শ্রাবণ। সারাদিন বৃষ্টির আশকারায় সম্ভব প্রতিটি জায়গায় একটু করে সবুজ প্রাণের সঞ্চার হবে। চারপাশ ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে সবুজ জানান দিবে আনন্দের, সম্ভাবনার।

আজ শ্রাবণের প্রথমদিন। মাসের প্রথম দিনেই ঝিরিঝিরি বৃষ্টি জানান দিচ্ছে দিনটা আজ খুব স্নিগ্ধ, প্রশান্তির হবে। আকাশ জোড়া মেঘ আর দামাল বাতাসে ঘর থেকে বের হলেই মনটা ভরে যাবে আর চারদিকে তো আছেই সবুজ প্রাণের গন্ধ।

আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আকাশে আজ ৯৫ শতাংশের উপর মেঘ আছে। এরকমই থাকবে সারাটাদিন। সঙ্গে বাতাসের আর্দ্রতাও ৮০ শতাংশের মতো থাকবে। বাতাসের বেগ তো ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত চলে যাবে। এদের সবার প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। শুধু বৃষ্টি যদি খুব না ভোগায় মোটের উপর দিনটা বেশ আরামদায়ক।

বিজ্ঞাপন

শ্রবণের প্রথমদিনটি খুব আনন্দে কাটুক। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় ছাতা নিতে যেন ভুল না হয়।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর