চারপাশে যখন শীতের আমেজ, তখন এক প্লেট গরম স্প্যাগেটি যেন মুহূর্তেই মন ভালো করে দেওয়ার ওষুধ। এমনই খাবারপ্রেমীদের আনন্দ উদযাপনের দিন ৪ জানুয়ারি— বিশ্ব স্প্যাগেটি দিবস। নাম শুনলেই জিভে জল আসে, আর মন চলে যায় ইতালির কোনো ছোট্ট রেস্তোরাঁয়।
বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পরিচিত National Spaghetti Day নামে। যদিও এটি কোনো রাষ্ট্রীয় বা জাতিসংঘ স্বীকৃত দিবস নয়, তবু খাবারপ্রেমীদের কাছে এটি কম গুরুত্বপূর্ণ নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে এই দিনে রেস্তোরাঁগুলোতে স্প্যাগেটির ওপর থাকে বিশেষ ছাড়, নতুন রেসিপির আয়োজন আর সামাজিক মাধ্যমে ছবি শেয়ারের হিড়িক।
এক সুতোয় বাঁধা ইতিহাস
স্প্যাগেটির জন্ম ইতালিতে হলেও আজ এটি বৈশ্বিক খাবার। লম্বা, চিকন এই পাস্তা সাধারণত তৈরি হয় গমের সেমোলিনা থেকে। টমেটো সস, অলিভ অয়েল, চিজ, মাংসবল বা সি-ফুড—যে যেভাবে পছন্দ করে, সেভাবেই স্প্যাগেটি হয়ে ওঠে ব্যক্তিগত স্বাদের প্রতিচ্ছবি।
খাবার ইতিহাসবিদদের মতে, স্প্যাগেটি শুধু একটি খাবার নয়, এটি ইতালীয় সংস্কৃতির অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং নানা দেশের স্বাদে রূপ নেয়।
কেন এত জনপ্রিয়?
স্প্যাগেটির জনপ্রিয়তার পেছনে বড় কারণ—
সহজে রান্না করা যায়,
উপকরণে বৈচিত্র্য আনা যায়,
হালকা ও ভারী—দুইভাবেই খাওয়া যায়,
শিশু থেকে বৃদ্ধ—সব বয়সীর কাছেই এটি সমান জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় স্প্যাগেটি উৎসব
বিশ্ব স্প্যাগেটি দিবসে ইনস্টাগ্রাম, ফেসবুক বা এক্সে #NationalSpaghettiDay হ্যাশট্যাগে ভরে যায় রঙিন স্প্যাগেটির ছবি। কেউ ঘরে বানান নিজস্ব রেসিপি, কেউ আবার প্রিয় রেস্তোরাঁয় গিয়ে উদযাপন করেন দিনটি।
শেষ কথা
দিবসটি হয়তো খুব বড় কোনো বার্তা বহন করে না, কিন্তু এটি মনে করিয়ে দেয়—
ব্যস্ত জীবনের মাঝেও খাবার হতে পারে আনন্দ উদযাপনের উপলক্ষ।
তাই আজ না হয় একটু সময় বের করে প্রিয়জনের সঙ্গে এক প্লেট স্প্যাগেটি ভাগাভাগি করে নেওয়াই যাক!