Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সকে কড়া নির্দেশ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগে কঠোর আইনি পদক্ষেপের মুখে পড়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার)। এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ (Grok)-এর মাধ্যমে বেআইনি ছবি তৈরির ঘটনায় ভারত সরকার প্রতিষ্ঠানটিকে কড়া নির্দেশ জারি করেছে।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকা জারি করে। এতে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এক্স-কে তাদের প্ল্যাটফর্ম থেকে সব ধরনের যৌন উত্তেজক, নগ্নতা এবং শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট বন্ধ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কী কী কারিগরি ও নীতিগত ব্যবস্থা নেয়া হয়েছে, তার একটি বিস্তারিত প্রতিবেদন বা ‘অ্যাকশন-টেকেন রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, ব্যর্থতায় এক্স-এর ওপর থাকা ‘সেফ হারবার’ (Safe Harbor) সুরক্ষা প্রত্যাহার করা হতে পারে। এই সুরক্ষা হারালে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের করা যেকোনো পোস্টের জন্য এক্স কর্তৃপক্ষ সরাসরি আইনি দায়ী থাকবে এবং ফৌজদারি মামলার সম্মুখীন হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি অভিযোগ ওঠে যে, গ্রোক ব্যবহার করে নারীদের ছবি বিকৃত করা হচ্ছে এবং কৃত্রিমভাবে যৌন আবেদনমূলক ছবি (AI-generated deepfakes) তৈরি করা হচ্ছে। বিষয়টি ভারতের সংসদে উত্থাপন করেন সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী। এছাড়াও অভিযোগ উঠেছে, নাবালকদের যৌনভাবে উপস্থাপন করা ছবি তৈরিতে গ্রোকের ব্যবহার। নিরাপত্তা ত্রুটির কারণে সহজেই আপত্তিকর কনটেন্ট জেনারেট হওয়া। সেসঙ্গে সরকার নির্দেশ দেওয়ার পরও অনেক বিকৃত ছবি এখনো প্ল্যাটফর্ম থেকে অপসারিত না হওয়া।

এদিকে, এই আল্টিমেটাম নিয়ে এক্স বা তাদের এআই উইং ‘এক্সএআই’ (xAI) এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রতিষ্ঠানটি বর্তমানে ভারতের কিছু কনটেন্ট নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে আদালতে লড়াই করছে। একদিকে আইনি লড়াই, অন্যদিকে সরকারি আল্টিমেটাম, সব মিলিয়ে ভারতের বাজারে বড় ধরনের চাপের মুখে রয়েছেন ইলন মাস্ক।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

ইসিতে আপিলের শেষ দিন আজ
৯ জানুয়ারি ২০২৬ ১০:২৮

আরো

সম্পর্কিত খবর