জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ফটো এডিটিং টুল। এখন থেকে এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে শুরু করে পুরো ছবির ধরন বদলে ফেলা সম্ভব হবে।
নতুন এই ফিচারটি মূলত স্ট্যাটাস আপডেট দেওয়ার সময় ছবি সম্পাদনার সুযোগ দেবে। আগে যেখানে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ছবি এডিট করে নিয়ে আসতে হতো, এখন সেটি সরাসরি হোয়াটসঅ্যাপ স্ক্রিনেই করা যাবে। অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে সফল পরীক্ষার পর এখন আইওএস (iOS) বেটা ব্যবহারকারীদের জন্যও ফিচারটি উন্মুক্ত করা শুরু করেছে মেটা।
যা থাকছে নতুন এই এআই টুলে
মেটা এআই-এর সৌজন্যে হোয়াটসঅ্যাপ বেশ কিছু বিশেষ স্টাইল যুক্ত করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো…
এআই স্টাইল: ছবিকে মুহূর্তেই অ্যানিমে, কমিক বুক, ক্লে (কাদা মাটির শিল্প), পেইন্টিং, থ্রিডি বা ভিডিও গেম স্টাইলে রূপান্তর করা যাবে।
স্মার্ট এডিটিং: ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা (Object Removal), নতুন উপাদান যোগ করা কিংবা পুরো দৃশ্যপট বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে।
অ্যানিমেশন সুবিধা: সাধারণ স্থির ছবিকে ছোট ছোট অ্যানিমেশনে রূপান্তর করার প্রযুক্তিও থাকছে এই টুলে।
পরীক্ষামূলক এই সংস্করণে দেখা গেছে, ব্যবহারকারীরা যখন কোনো ছবি স্ট্যাটাস হিসেবে আপলোড করতে যাবেন, তখন স্ক্রিনে একটি নতুন ‘এডিটিং আইকন’ দেখা যাবে। সেখানে থাকা ফিল্টারগুলো সাধারণ ফিল্টারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এআই পুরো ছবিটিকে নতুনভাবে বিশ্লেষণ করে পেশাদার মানের আউটপুট প্রদান করবে।
বর্তমানে এই ফিচারটি বিশ্বজুড়ে সীমিত সংখ্যক বেটা ব্যবহারকারীদের ওপর পরীক্ষা করা হচ্ছে। খুব শীঘ্রই বিভিন্ন অঞ্চলের সকল সাধারণ ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে এটি চালু করা হবে বলে জানা গেছে।