Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই ওয়াইফাই পাসওয়ার্ডে যে ভয়াবহ বিপদ ডেকে আনছেন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩৭

আপনি কি বছরের পর বছর একই ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করছেন? আপনার উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তবে আপনি বড় ধরনের সাইবার ঝুঁকির মধ্যে রয়েছেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ গ্রাহক কখনোই তাদের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করেন না। বিশেষজ্ঞদের মতে, এই অলসতা কেবল ইন্টারনেটের গতিই কমায় না, বরং আপনার ব্যক্তিগত গোপনীয়তাকেও হুমকির মুখে ফেলে।

দীর্ঘদিন একই পাসওয়ার্ড ব্যবহারের ফলে কী কী ঝুঁকি তৈরি হতে পারে, তা নিচে তুলে ধরা হলো …

১. ইন্টারনেটের গতি কমে যাওয়া

দীর্ঘদিন একই পাসওয়ার্ড থাকলে পরিচিত বা প্রতিবেশীদের মাধ্যমে তা অন্যদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আপনার অজান্তেই নেটওয়ার্কে অনেক ডিভাইস যুক্ত হয়ে যায়। এতে ব্যান্ডউইথ ভাগ হয়ে যাওয়ায় ইন্টারনেটের গতি নাটকীয়ভাবে কমে যায়, যার প্রভাব পড়ে গেমিং বা ভিডিও স্ট্রিমিংয়ের ওপর।

বিজ্ঞাপন

২. ডিভাইস হাইজ্যাক ও তথ্য চুরি

পুরানো এবং দুর্বল পাসওয়ার্ড হ্যাকারদের কাজ সহজ করে দেয়। সাইবার অপরাধীরা আপনার রাউটারে প্রবেশ করে ঘরে থাকা স্মার্ট টিভি, সিসি ক্যামেরা বা স্মার্ট স্পিকারের নিয়ন্ত্রণ নিতে পারে। এমনকি রাউটারের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে আপনার ফোন বা ল্যাপটপ থেকে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য চুরি করাও তাদের পক্ষে সম্ভব।

৩. আইনি জটিলতার বড় ঝুঁকি

সবচেয়ে ভয়ের বিষয় হলো আইনি ঝুঁকি। যদি আপনার ওয়াইফাই ব্যবহার করে অন্য কেউ কোনো সাইবার অপরাধ, জালিয়াতি বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে, তবে প্রাথমিক দায়ভার আপনার ওপরই বর্তাবে। কারণ ইন্টারনেট সংযোগটি আপনার নামে নিবন্ধিত এবং ডিজিটাল ফুটপ্রিন্টে আপনার আইপি অ্যাড্রেসটিই শনাক্ত হবে।

নিরাপত্তা নিশ্চিতে বিশেষজ্ঞদের পরামর্শ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আপনার ডিজিটাল জীবন নিরাপদ রাখতে নিচের পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিয়েছেন:

নিয়মিত পরিবর্তন: অন্তত প্রতি তিন মাস অন্তর রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার অভ্যাস করুন।

শক্তিশালী পাসওয়ার্ড: পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, মোবাইল নম্বর বা জন্মতারিখ ব্যবহার করবেন না। পরিবর্তে ইংরেজি বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের (যেমন- #, @, $, %) সংমিশ্রণ ব্যবহার করুন।

গেস্ট নেটওয়ার্ক: বাড়িতে অতিথি এলে তাদের জন্য রাউটারের ‘গেস্ট নেটওয়ার্ক’ ফিচারটি চালু করতে পারেন, যাতে আপনার মূল নেটওয়ার্ক নিরাপদ থাকে।

সারাবাংলা/এনএল/এএসজি