Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘ ও রোদ্দুরের মল্লযুদ্ধের দিন


১৯ জুলাই ২০১৮ ০৮:১২ | আপডেট: ১৯ জুলাই ২০১৮ ০৯:০৫
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।। 
ওই যে একটা গান আছে না, “মেঘ ভাঙা রোদ, নিলো প্রতিশোধ, গতকাল হয়ে যাওয়া বৃষ্টির?” আজকের দিনটা অনেকটা সেরকম। গত কদিনে যা বৃষ্টি হয়েছে সব আজকের প্রতিশোধের খাতায় জমা হবে এমনটাই দেখা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে।
ভোর হতেই এত্ত রোদ চোখের উপর আছড়ে পড়েছে। সকাল সাতটা নাগাত দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে বাড়তে বাড়তে পৌঁছবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রিতে। বাব্বা! গরমের গল্প এখানেই শেষ না আকাশ জুড়ে মেঘ বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। দিন যত এগুবে মেঘ বাড়বে সঙ্গে বাতাসের আর্দ্রতাও। ঘাম একদম শরীরে লেপ্টে লেপ্টে থাকবে।
আজ সারাদিনে মেঘ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মেঘ শুধু একটাই কাজের কাজ করতে পারে, সূর্যের অতিবেগুণী রশ্মিকে ৭ এর উপর উঠতে দেবে না। এও ভালো কোনো এক দিক থেকে তো শান্তি পাওয়া যাবে!
যাক দিন যেমনই কাটুক, কেটে গেলেই কাল শুক্রবার! একদিনের জন্য সব দৌড়ানোর জীবন থেকে মুক্তি।
শুভ হোক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর