Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বিভ বের করার দিন


১৯ জুলাই ২০১৮ ১০:৩১ | আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজকের দিনটি খুব গরম। গরমের চেয়েও বড় কথা আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি। এদিকে বাতাসও নেই। ঘর থেকে বের হলে খুব ক্লান্ত লাগবে, হাঁসফাঁস লাগবে আর পরিশ্রমে জ্বিভ নিজ থেকেই বের হয়ে আসবে। তবে জ্বিভ বের হওয়ার এগুলোই কারণ নয়, আজকের দিনটাই জ্বিভ বের করার!

ফান হলিডে বা আন-অফেশিয়াল হলিডে বলে একটা বিষয় সারা দুনিয়াতেই আছে। এই দিনগুলো হচ্ছে এমন সব বিষয় উদযাপনের জন্য যেগুলো সম্পর্কে তেমন কেউ জানে না। এ দিনগুলো খুব মজার হয়। যেমন আমরা কোনো একটা বিষয়কে সবার সামনে আনতে চাই তাহলে দলবল নিয়ে পালন হোক একটা ফান হলিডে।

বিজ্ঞাপন

এই জ্বিভ বের করার দিনটা যে কে কবে চালু করেছে তা জানা বেশ দুষ্কর। তবে এই দিনটা পালিত হয় বেশ আনন্দের সঙ্গে। হাজার হোক জ্বিভ বের করার সুযোগ তো রোজ রোজ আসে না! জ্বিভ বের করার অর্থ আবার নানান দেশে নানান রকম। আমরা যেমন জ্বিভ বের করা অর্থ ভাবি গুরুত্ব না দেওয়া বা নিছকই বালখিল্য, পাশ্চাত্যের দেশে জ্বিভ বের করা দারুন বেয়াদবি। ওদিকে তিব্বতের সভ্যতায় নাকি জ্বিভ বের করার অর্থ বিনয়, ভাবা যায়!

তবে যে দেশে যাই হোক একটা কাজে জ্বিভ বের করা সব দেশে সমান, তা হচ্ছে ডাক্তারের কাছে। জ্বিভের রঙ দেখে নাকি বোঝা যায় শরীরের গতি প্রকৃতি। তাই ডাক্তারের কাছে জ্বিভ দেখানো একদম ঠিক কাজ।

তো আজকের দিনটায় আমাদের বিশেষ কিছুই করতে হবে না। বরং এমন কিছু করা যায় যেটা আমরা করার জন্য মরে যাচ্ছি কিন্তু করতে পারছি না, জীবনের সমস্যাগুলোকে আমরা জ্বিভ দেখিয়ে এগিয়ে যেতে পারি। হ্যা সমস্যাগুলো মানুষও হতে পারে তাদের আলাদা করে জ্বিভ দেখানোর প্রয়োজন নেই, আমরক যখন এগিয়ে যাবো সেই যাত্রাই তাদের ঠিক বার্তাটা দিয়ে দেবে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর