Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানে ধানের চারা রঙ, ক্ষেত হলো ক্যানভাস!


২১ জুলাই ২০১৮ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

|| আন্তর্জাতিক ডেস্ক ||

জাপানে ধানের ক্ষেত ক্যানভাসের মতো। সেখানে কৃষকেরা ছবি আঁকেন। ধানের ক্ষেতে নানা রঙের চারা লাগিয়ে বিভিন্ন ছবি তৈরি করার বিশেষ শিল্পই ‘রাইস প্যাডি আর্ট’ নামে পরিচিত।

ইনকাদাতে জাপানের আওমরি প্রিফেকচারের একটি গ্রাম। ৮ হাজার ৭শ’ লোকের এই গ্রামটি একটি বিশেষ কারণে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। সেটি হলো ধান ক্ষেতের ছবি।

কৃষকেরা এই ছবি তৈরিতে কোন রঙ ব্যবহার করেন না। আসলে এই চিত্রকর্মের মূলে যে বিষয়টা আছে, তা হচ্ছে বিভিন্ন রঙের ধানের ব্যবহার। এই গ্রামের কৃষকেরা ১৯৯৩ সাল থেকে তাদের জমিতে বিভিন্ন রঙের ধান লাগিয়ে ধান ক্ষেতটিকে একটি ছবির মতো করে তোলেন।

বিজ্ঞাপন

কৃষকেরা সাধারণত ৯ ধরণের হালকা বেগুনী এবং হলুদ পাতার (কোদাইমাই ধান) ধানের সঙ্গে লোকাল গাঢ় সবুজ রঙের (সুগারু রোমান ধান) ধান ব্যবহার করেন। যখন বিভিন্ন রঙের ধান গাছগুলো বড় হয় তখন পুরো মাঠ জুড়ে ফুটে উঠে আশ্চর্য সুন্দর এক ছবি।

প্রতি বছরই ছবির বিষয়বস্তু পরিবর্তন করা হয়। এ বছরের ছবিটি আঁকা হয়েছে মাঙা চিত্রশিল্পের জনক ওসামু তেজুকার ৯০তম জন্মদিনটিকে উদযাপন করতে। তেজুকার আঁকা অ্যাসট্রো বয়, ব্ল্যাক জ্যাক, কিম্বা ও হোয়াইট লায়ন নামের বিখ্যাত কয়েকটি কমিক চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে এবারের ছবিতে।

এসব ছবি দেখতে সাড়া পৃথিবী থেকে ছুটে আসে মানুষ। প্রতি বছর মে মাসের দিকে এই চিত্রকর্মটি আঁকা শুরু হয়। আর ধান কাটা হয় সেপ্টেম্বর মাসে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর