প্যাচপ্যাচা বৃষ্টি আর আগুন জ্বলা গরমের দিনে
২৪ জুলাই ২০১৮ ০৯:৪৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
শ্রাবণ মাসের ৯ তারিখ আজ। শ্রবণ মাসের আবিরত বৃষ্টি নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে।
বৃষ্টি হচ্ছে বলে তো আর গরম বসে নেই। আজকেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। ওদিকে আকাশে মেঘ জড়ো হয়েছে ৯০ শতাংশের বেশি। আর্দ্রতাও ৮০ শতাংশের মতো। গরম গায়ে লাগবে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের।মতো। ভীষণ ঘাম হবে। ঘামে অস্থির লাগবে।
আজকেও বৃষ্টির ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই ছাতা তো মাথায় লাগবেই। গরমে শরীরের পানি সব বের হয়ে গেলে খারাপ লাগতে পারে তাই এক বোতল পানিও সঙ্গে রাখা যায়। গরমের দিন নিরাপদে পার হবে।
শুভ হোক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ