Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোদ ফিরে আসার দিন 


২৯ জুলাই ২০১৮ ১০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
টানা বর্ষণ শেষে অবশেষে আজকের আকাশে সূর্য দেখা যাচ্ছে। সূর্য দেখার পরপরই তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রিতে দাঁড়িয়েছে।
সবাই যেমন ভেবেছিল সূর্য উঠবে পথঘাট শুকিয়ে যাবে সেরকম কিছু হয়নি। হবেও না। বৃষ্টি হওয়ার ফলে যে পানি জমেছিল তা প্রায় আগের মতোই আছে। মাঝখান থেকে বৃষ্টি যাওয়ায় ঠাণ্ডা কমে গেছে।
বৃষ্টি থামলেও কমেনি আকাশের মেঘ। আজও আকাশে ৯০ শতাংশের কাছাকাছি মেঘ। বাতাসের আর্দ্রতাও বেশ বেশি। এমন দিনে পানি শুকাবে না, ঘাম শুকাবে না। গা আরও চিটচিট করবে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে আকাশে মেঘ এমনি এমনি বসেনি। মেঘ আছে মানে বৃষ্টি একটা বিকেলের দিকে হবে। অফিস ফিরতি ভোগান্তি তখন আটকাবে কার সাধ্যে?
নিরাপদে কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর