Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘ রোদ্দুরের খেলায়, দুপুর নাগাদ বৃষ্টি


৩১ জুলাই ২০১৮ ১০:১৪

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শ্রাবণ বেলাগুলো যেন কেমন হয়, এই ঘন ঘন মন বদলায়, গাভীর মতো পেট মোটা মেঘেরা হেলে দুলে আকাশের এ মাথা থেকে ও মাথা চলাচল করে। কী যেন কার নির্দেশে সবাই হুড়মুড় করে ঝরে পড়ে।

আজ শ্রাবণের ১৬ তম দিন। যথারীতি আকাশে অনেক মেঘ, ৯০শতাংশের বেশি। তারা বিভিন্ন উচ্চতায় ভেসে বেড়াচ্ছে আর রোদের সঙ্গে লুকোচুরি খেলছে। রোদ এই আছে তো ওমনি হাওয়া।

আজ সারাদিন এই খেলাই চলবে। যদিও বাতাসের আর্দ্রতা ৬০-৭০ শতাংশই থাকবে কিন্তু গরম বেড়ে বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। তাই গরম তো লাগবেই, ঘামে চ্যাটচ্যাটও করবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে বেলা দুইটা নাগাদ বৃষ্টি আসবে। একদম সময় ধরে দুটায় না আসলেও আসা যাওয়ার উপরে থাকবে।

উষ্ণ-আর্দ্র দিনটি নিরাপদে কাটুক সকলের।

সারাবাংলা/এমএ/এসএমএন

বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর