মাথা তুলে এগিয়ে যাওয়ার দিন
১২ আগস্ট ২০১৮ ১০:১৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
শ্রাবণ মাস ২৮ তারিখ পর্যন্ত এসে, ‘ওকে, এবার বাই’, বলার পর্যায় আছে। অবশ্য মেঘ আর বৃষ্টি বিদায় নিয়েছে আরও আগেই। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।
অনেকদিন সেভাবে বৃষ্টি না হওয়ায় যদি ভুলতেই বসেন বৃষ্টির কথা তাহলে আবহাওয়ার সংবাদ হচ্ছে আজকের দিনটা বেশ মেঘলা।
দেখতে দেখতেই কেমন মেঘ করে এলো দেখছেন? এই মেঘ আজ সারাদিন আমাদের ছায়া দিয়ে যাবে। যাক তাও ভালো রোদ তো গায়ে লাগবে না।
মেঘ নিয়ে প্রচুর পূর্বাভাস দেয়া হলেও বৃষ্টির কথা কেউ দায়িত্ব নিয়ে বলতে পারছে না। কে জানে এখন এই মেঘ বৃথা যায় কি না।
এদিকে বেলা বাড়ার সঙ্গে মেঘ বাড়লেও আপেক্ষিক আর্দ্রতা কমবে। কেমন গোলমেলে বার্তা, এখন বৃষ্টি হতেও পারে নাও পারে- এই অনিশ্চয়তায় দুলে আমরা দিন পার করব?
রোববার শুরু হলেই কঠিন জীবন শুরু হয়। আবহাওয়া যেমনই থাকুক, দেখা যায় শুধু কাজ হয়েছে অথবা হয়নি। মন শক্ত করে কাজে নেমে যান। সত্যি বলি, রেজাল্ট শিটে কোথাও লেখা হয় না কোথায় জ্যাম ছিল, রাতে হয়তো বাসায় ইলেকট্রিসিটি ছিল না। সারা দুনিয়া বসে ছিল সব কিছু কঠিন থেকে কঠিনতর করতে।
কিন্তু দিনটা তারই হয় যে এগুলো সহ্য করে এগিয়ে যেতে পারে। অনেক সময় এই শক্তি পরিস্থিতিকেও বাধ্য করে ফেলে মাথা নত করতে।
তাই দিন যেমনই হোক মাথা তুলে এগিয়ে যান, এই বাধাকে জয় করতে।
সারাবাংলা/এমএ