গর্জনের বৃষ্টি বর্ষণের বৃষ্টি
১৫ আগস্ট ২০১৮ ১২:৪৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ঢাকা : শ্রাবণ মাসের আজ ৩১ তারিখ। তো অফিসিয়ালি বৃষ্টিবাদলকে বাই বাই। তবে গরমের যে অবস্থা বৃষ্টিকে কি আর বিদায় দিতে ইচ্ছা হয়?
আমরা যেমন বৃষ্টিকে বাই বাই দিতে চাচ্ছি না সেও আমাদের ছাড়তে রাজি না। কীভাবে ছাড়বে? একটা লঘু চাপ যে ছিল সে তো ঘনীভূত হচ্ছে। ঐদিকে মৌসুমী বায়ুও নিজের সব প্রতিভা নিয়ে সক্রিয় আছে, এখন বৃষ্টি চান না চান সে আসবেই।
কিন্তু প্রশ্ন হচ্ছে কবে আসবে এই বৃষ্টি? সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমে আর উচ্চ আর্দ্রতায় জীবন গলে পানি হয়ে যাচ্ছে।
বলি বৃষ্টি কি শুধু গর্জন করে কাটাবে নাকি মাটিতেও ঝরবে?
সারাবাংলা/এমএ