Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোদ-বৃষ্টি মিলেঝিলে ঝিলমিল


২৮ আগস্ট ২০১৮ ১০:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

কার্তিক মাসের ফিরোজা নীল আকাশের দেখা এখনও সেভাবে পাওয়া যায়নি। ওই দিকে গরম আর গুমটে সারাদেশে মানুষের জীবন অতিষ্ঠ! মাত্র সবাই ছুটি থেকে এসে কাজে যোগ দিয়েছে এর মধ্যে এত ঝামেলা ভালো লাগে!

যাক সুখবর হচ্ছে, আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন,
আজও বৃষ্টির সম্ভাবনা আছে। এই কথা অবশ্য আমরা সেই ঈদের দিন থেকেই শুনছি, তাহলে কোথায় সে বৃষ্টি? এই আবহাওয়াবিদ বললেন, ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে বটে কিন্তু পরিমাণে তা খুব কম!

বৃষ্টির জন্য কে দায়ী? অবশ্যই লঘু চাপ। তার কারণে মংলা, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার বন্দরে ৩নং (তিন নম্বর) সতর্ক সংকেত দেওয়া আছে।

বিজ্ঞাপন

এদিকে আকাশে কিন্তু বেশ মেঘ। বৃষ্টি হয়ে যেতেই পারে। যদি তাই হয় বৃষ্টি রোদে দারুন ঝিলমিলে একটা দিন কাটবে।

শুভ হোক দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর