চোখ রাঙানো সূর্যের দিন
৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সকালে উঠতেই আজ দেখা গেল, সূর্যটা চোখ রাঙিয়ে বসে আছে। বসবে নাই বা কেন? কার্তিক মাসে ওর আর কাজটাই কী চোখ রাঙানি ছাড়া? তবে সূর্যের আজকের ভাবগতিক বলে, বেশ গরম একটা দিন যাবে।
গরমের দিন যাবে এটাই অবশ্য আজকের আবহাওয়ার শেষ কথা নয়। বঙ্গোপসাগরে যে লঘু চাপটা তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি হয়ে গেছে। আর তার কেন্দ্রস্থল আছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসামের দিকে। এই লঘু চাপ যদি ঘনীভূত হয় তাহলে বেশ একটা ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
এ ঝড়-বৃষ্টি হলেও বা কেমন আরামদায়ক দিন যাবে বলা মুশকিল। কারণ ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি হতে পারে বলে বলা হচ্ছে, ঐদিকে আকাশে আজ মেঘের পরিমাণ খুব কম। মেঘের ছায়া না পেয়ে দুনিয়া খুব তেতে উঠবে, ওদিকে বাতাসের আর্দ্রতাও কমের দিকে তাই গরম তো লাগবেই ত্বকও শুকিয়ে চিড়বিড় করবে।
এরকম দিনে সানস্ক্রিন, ছাতা, পানি এগুলো তো অবশ্যই লাগবে। ত্বক যদি বেশি শুষ্ক হয় ময়েশ্চেরাইজারও মেখে বের হতে হবে। সপ্তাহের শেষদিন আজ ভালোয় ভালোয় পার হলেই ভালো। কাল ছুটির সুযোগে বেশ আয়েশ করা যাবে।
শুভ হোক আজ সারাদিন।
সারাবাংলা/এমএ