নতুন বছরে নতুন হাওয়া
১ জানুয়ারি ২০১৮ ১০:৫১
রাফিয়া চৌধুরী, নিউজরুম এডিটর
নতুন বছর, নতুন সম্ভবনা। নানা কর্মপরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। নতুন সূর্য উঠেছে ৬টা ৪১ মিনিটে। সূর্যের এই রক্তিম আলো নতুন করে কর্মস্পৃহা জাগাবে সবার মনে। মেতে উঠবে কর্মব্যস্ততায়।
পৌষ মাসের ১৮ তারিখ আজ, তাই পুরোদমে শীত পড়ে গেছে। শীত না পড়লেও বেশ বেলা পর্যন্ত আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। তাই ভারী শীত বস্ত্র সাথে রাখুন। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার বাইরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেশি। রংপুরের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকবে। জনজীবনের সাধারণ কাজ ব্যাহত হচ্ছে।
রাতের চাঁদও ডুববে একটু দেরি করে। চাঁদ সূর্য মিলে আজ আমাদের পাহারা দিবে। কেউ আমাদের একা রেখে যাবে না। সূর্য উঠার কিছুক্ষণ আগে চাঁদ ডুববে। চাঁদ ডুববে শেষরাত ৬টা ৩২ মিনিটে।
শীতের দিনের মিষ্টি রোদ কেউ মিস করবেন না। সবাই মিলে রোদ পোহানোর মজাই তো অন্যরকম। আকাশ মেঘলা থাকবে ২৫ শতাংশ। সকালবেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউভি ইনডেস্ক ৪ থাকবে। এ সময় ত্বক একটু সাবধানে রাখবেন। এরপরের সময়গুলো আপনার। সূর্যের সাথে পাল্লা দিয়ে কাজে মেতে উঠুন।
নতুন বছরের প্রথম দিন স্বাচ্ছন্দ্যে কাটুক।
সারাবাংলা/আরসি/আইজেকে