Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যানয়য়ে কুকুরের মাংস না খাওয়ার নির্দেশ!


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাসিন্দাদের কুকুরের মাংস না খেতে নির্দেশনা দিয়েছে নগর কর্তৃপক্ষ। দ্য হ্যানয় পিপলস কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই খাদ্যাভ্যাসের ফলে, সভ্য ও আধুনিক নগর হিসেবে হ্যানয়ের ইমেজ নষ্ট হচ্ছে। একইসাথে বাড়ছে লেপোটসপিরোসিস ও জলতাঙ্কের মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। অপেক্ষাকৃত কম জনপ্রিয় খাবার হওয়া সত্ত্বেও, নগর কমিটির পক্ষ থেকে বিড়ালের মাংসও খেতেও বারণ করা হয়।

হ্যানয়ের সাংবাদিক লিন নাগোইন বিবিসিকে বলেন, ভিয়েতনামের অধিকাংশ নাগরিক খাদ্য হিসেবে কুকুরের মাংস অপছন্দ করেন। তবু এটি প্রচলিত রয়েছে। এটি খুব বাজে অভ্যাস।

বিজ্ঞাপন

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নগর কমিটির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছে। তবে অনেকেই ধারণা করছেন ভিয়েতনামীরা খুব সহজে তাদের খাদ্যাভ্যাস বদলে ফেলতে পারবেন না।

ড্যাং নোগং কোয়াং নামে একজন ভিয়েতনামের নাগরিক ফেসবুকে মন্তব্য করেন, কুকুরের মাংস খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করা খাদ্যের স্বাধীনতা হরণ করার সামিল। তিনি বলেন, তবে কুকুরের মাংসে অধিক কর আরোপ করা যেতে পারে ও কিছু নির্দিষ্ট এলাকায় বিক্রির ব্যবস্থা রাখা যেতে পারে।

উল্লেখ্য, হ্যানয়ে এখনও ১ হাজারেরও বেশি দোকানে কুকুর ও বিড়ালের মাংস বিক্রি করা হয়।

সারাবাংলা/এনএইচ

ভিয়েতনাম হ্যানয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর