Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘ চাদরে আয়েসে দিনে


১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিল যে টানা তিনদিন এমন ভারি বর্ষণ হবে। আমাদের ভীষণ সৌভাগ্য যে এর মধ্যে সাপ্তাহিক ছুটিটা পড়ে গেলো এখন একটু আয়েস করে বর্ষার দিন কাটানো যাবে।

গতকালের তুলনায় আজকে আকাশে মেঘ একটু কম ঘন হলেও ধূসর মেঘের কিন্তু অভাব নাই। একদম ৯০ শতাংশ। তবে ঢাকায় বৃষ্টি আজ খুব একটা হবে বলে মনে হচ্ছে না। পূর্বাভাসে দেখা যাচ্ছে এক মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা।

ওদিকে বাতাসের আর্দ্রতা কিন্তু অনেক উচ্চ। কেমন যেন মনে হচ্ছে মাটি থেকে বাষ্প উঠছে। চারদিক এমন স্যাঁতসেঁতে। তার উপরে আজকের দিনে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা আদতে ৪০ ডিগ্রির মতো অনুভূত হবে।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন প্রান্তে আজ বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেখানেও যদি বৃষ্টি না হয় বা কম হয় তাহলে কিন্তু এই একই গল্প। খুব গুমট দিবে।

যাক শুক্রবার দিন। সুন্দর কাটুক। আজকে জড়ো করা শক্তি দিয়েই কাটাতে হবে নতুন সপ্তাহ।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর