গরম দিনের গরম খবর
১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৫
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ঢাকা: এ বছরের ঋতুগুলোর যে কী হয়েছে! সবাই নিজ নিজ খুশিমতো সৃজনশীল হয়ে গেছে, টেক্সটবুকের তো কেউ ধারই ধারছে না। না হলে আশ্বিন মাসে এমন রোদ! কোথায় আশ্বিনের সাদা মেঘের দল?
এমনি দিন সকালে তাপমাত্রা থাকে ৩০ ডিগ্রির নিচে আজ সাত সকালেই তাপমাত্রা ৩২ ডিগ্রি উঠে বসে আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তা বেড়ে বেড়ে একদম ৩৬ ডিগ্রি পর্যান্ত পৌঁছাবে, আর অনুভূত হবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মতো।
আকাশে আজ মেঘের কোনো ছায়া নেই, তাই বৃষ্টির মিথ্যে আশ্বাস পাওয়ার কিচ্ছু নেই। আজকে আকাশে ২৫ বা ৩০ শতাংশ মেঘ থাকবে আকাশে। দুই এক বার বেড়ে ৭০ শতাংশ হতে পারে, তবে কে বলবে সেটা পাতলা সিরাস মেঘই কি না! মোট কথা আজকে মেঘ থেকে কোনো বাধা সূর্য রশ্মি পাচ্ছে না। তাই যতটা সম্ভব সানস্ক্রিন মেখে বের হন। পারলে বাইরেও এক দুইবার মাখতে পারেন। নাহলে বাড়ি ফিরলে দেখবেন ত্বক চিরবির করে জ্বলছে।
কাগজে কলমে অবশ্য আজ আর্দ্রতা ৬০ শতাংশের কম। কিন্তু যেই গরম ঘাম হবেই। তাই বেশ ভালো পরিমাণ পানি খেতে হবে আজ।
কী আর করা, জীবনে যায় এমন কিছু তপ্ত দিন। চারদিক নিঃস্ব, শূন্য মনে হয়। কিন্তু এ দিনগুলোও ধৈর্য্য ধরে পার করতে হয়। এসব দিনে নতুন কিছু না পাওয়া যাক, যা আছে তা যেন না হারায় তাই নিশ্চিত করতে হয়।
নিরাপদে কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/এমও