Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ চীনে


১ জানুয়ারি ২০১৮ ১৬:০৪ | আপডেট: ১ জানুয়ারি ২০১৮ ১৬:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

বিশ্বব্যাপী বিপন্ন প্রায় হাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে চীন। এ বছর সেখানে হাতির দাঁতের তৈরি সব ধরনের পণ্যের কেনা-বেচার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আফ্রিকার বিভিন্ন দেশে থেকে আসা হাতির দাঁতের তৈরি পণ্যের সবচয়ে বড় বাজার চীন।

তবে এখন থেকে সেখান হাতির দাঁতের তৈরি সব ধরনের পণ্যের ব্যবসা অবৈধ বলে বিবেচিত হবে।

বিশ্বের বিভিন্ন দেশে সৌখিন পণ্যের তালিকায় একেবারে প্রথম দিকে আছে হাতির দাঁতের বিভিন্ন জিনিস। দাম বেশি হওয়ায় আফ্রিকার বিভিন্ন দেশ, বিশেষ করে কেনিয়া ও তানজানিয়ায় চোরা কারবারিরা ব্যাপকহারে হাতি শিকার করে বিক্রি করে। এর ফলে সেখানে হাতির সংখ্যা কমতে শুরু করেছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী হাতির বিলুপ্তি রোধে ও অবৈধ হাতি শিকারের পরিমাণ কমাতে আর্ন্তজাতিক চাপের মুখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিনেট হেমলে জানান, ‘কয়েক দশক ধরে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছি। বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।’

চীন এই আইনটি অনুসরণ করার ফলে বিশ্বব্যাপী হাতি সংরক্ষণে আশার সৃষ্টি হবে বলেও জানান তিনি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীনে হাতির দাঁতের তৈরি সব ধরনের পণ্য বিক্র বন্ধ হওয়ায় সেখানে এর দাম কমে যাবে। আগে যেখানে এক কেজি পরিমাণ হাতির দাঁত ২ হাজার এক শ মার্কিন ডলারে বিক্রি হতো এখন সেখানে দাম কমে ৫ শ ডলারে দাঁড়াতে পারে।

যে অঞ্চলে হাতি হত্যা করে চোরাবাজারে বিক্রি করা হয় সেখানে এর প্রভাব পড়বে বলেও জানান তারা।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর