Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন একটা ঝড় উঠুক!


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৯

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বৃষ্টিবিহীন ভীষণ গরমের সময় কেমন মনে হয়? মনে হয় না সব ভেঙে যাক সব উড়ে যাক। ঠিক যেন হেমন্ত মুখপাধ্যায়ের সেই গানটার মতো, এমন একটা ঝড় উঠুক!

কিন্তু ঝড় কি আর আমাদের কপালে আছে? সেই নিম্নচাপ আর ঘূর্ণিঝড় দেয়ি আর দেয়ির চলে যাওয়া উপকূলে অনেক স্বস্তি দিয়েছে বটে কিন্তু গরমে তো প্রাণ দিশেহারা!

আবহাওয়ার বার্তা অবশ্য জানাচ্ছে দেয়ি চলে গেলো তার প্রভাব কিছুতেই যায়নি। নিম্নচাপটা এখন সুস্পষ্ট লঘু চাপ হয়ে রয়েছে নাগালের মধ্যে রয়েছে। এর প্রভাবে আজ বিকাল নাগাদ একটা ঝড় আসতে পারে।

আশ্বিনের ঝড়ে কিন্তু বজ্রপাত হয়। দেশের যে প্রান্তেই থাকুন না কেন এর থেকে মাথা বাঁচিয়ে রাখতে হবে। গরমটা খুব কষ্ট দেবে বটে, তবে আজ মেঘের ছায়া আছে। মেঘ থাকলে রোদটা ঠিক খাড়াভাবে গায়ে লাগবে না আর তাপমাত্রাও কিছুটা কমে যাবে।

নিরাপদে কাটুক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর