Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝরো ঝড়ো বাদলা দিন


১২ অক্টোবর ২০১৮ ০৯:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আসি আসি করে ঘূর্ণিঝড় তিতলি ভারতের উড়িষ্যায় আঘাত আনলো, আজকে নাগাত তিতলি দুর্বল হয়ে একটি নিম্নচাপে পরিণত হয়েছে।

সে নিম্নচাপের প্রভাবে আজকে বাংলাদেশে প্রায় সব জেলার মানুষের ঘুম ভেঙ্গেছে বৃষ্টি দেখে। আজকে এই বৃষ্টি সারাদিনই ঝরবে সঙ্গে টুকটাক ঝড়ো বাতাসও থাকবে। দক্ষিণের জেলাগুলোতে ভারি বর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে সঙ্গে কিছু জেলায় বজ্র বৃষ্টি হতে পারে।

ঢাকার আকাশে অনেক মেঘ, ৮০ শতাংশ কালো মেঘে সূর্যের দেখা পাওয়া ভার। এদিকে বাতাসের আর্দ্রতাও অনেক সারাদিন বৃষ্টি হবে যে।

যেহেতু তিতলির প্রভাব কেটেই গেছে, কেমন হয় আজ যদি আমরা বৃষ্টির দিনটি খুব উপভোগ করি। তবে সত্যি বলতে এটা কিন্তু অসুখ বিসুখের মৌসুমও। খুব সাবধানে দিনটি পার করতে হবে বিশেষ করে শিশুদের।

বিজ্ঞাপন

নিরাপদে কাটুক সপ্তাহের ছুটির দিনটি।

সারাবাংলা/এমএ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর