মেঘহীন আকাশে কার্তিকের সূর্যই বাঘ
২২ অক্টোবর ২০১৮ ০৯:৩৬
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
কার্তিক মাসের আজ কয় তারিখ খেয়াল আছে? ৭ তারিখ। এতগুলো দিন পার হয়ে গেলো অথচ সূর্যের রাগ কমছে না। ওদিকে মেঘ একদম ব্যাকফুটে চলে যাওয়ায় আকাশে এখন সূর্যের নিরঙ্কুশ বিজয়। আকাশ আজ পুরোটাই সূর্যের দখলে।
তো আকাশজয়ী সূর্যের কিছু তো প্রভাব দেখাতেই হয়। নাহলে আর লোকে মানবে কেন সে যে আসীন আছে? তাই আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। হুম, গরম আছে।
ওদিকে হয়েছে কি আকাশে তো মেঘ নেই। মেঘ না থাকায় অতিবেগুনী রশ্মির তো একদম উৎসব। ইচ্ছে মতো সে আমাদের গায়ে রশ্মি ফোটাবে। কী আর করা জলে বাস করে কি আর কুমিরের সঙ্গে বিবাদ হয়? সানস্ক্রিন মেখেই ঘর থেকে বের হয়েন।
বাতাসের আর্দ্রতা একদম না কমে গেলেও কমের দিকে। তবে দুপুরের ঘাম থেকে মুক্তি পাওতা যাবে সে আনন্দ আমাদের কপালে নেই। তবু বলি ঘাম কিন্তু ভালো, ত্বকেরও তো একটু আর্দ্র আর শীতল থাকা দরকার।
সোমবার হয়ে গেছে মানে শুক্রবারের পথে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। দেখতে দেখতে এই কেজো দিন কেটে ছুটির দিন চলে আসবে। হালকা শীতে তখন খুব মজা হবে। আপাতত আজকে রাতের চাঁদটাই ভরসা। চাঁদনী মেখে খুব আনন্দে কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ