গরম দিলো উঁকি
১ নভেম্বর ২০১৮ ১০:২০
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
মেঘলা দিন কিন্তু খারাপ ছিল না। বেশ একটা শীত নামানি আমেজ ছিল। এর মধ্যে কী যেন কী হলো, রোদ উঠে গেলো।
কার্তিক মাসের সূর্য সর্বাত্মক চেষ্টা করছে তার তেজ প্রকাশ করতে। এই ফাঁকে গরম উঠে পৌঁছেছে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসে। কী অবস্থা না!
তবে ওই ৩২ ডিগ্রি সেলসিয়াস উঠা পর্যন্তই সূর্যের আমাদের গোলার্ধ থেকে শিফটিং কমে যাওয়ায় গরম নিয়ে সে বেশিক্ষণ বসে থাকতে পারে কই?
তো আকাশে আজও মেঘ নেই এই সুযোগে সে খুব রোদের তেজ দেখাবে কিন্তু কীসের কী? আকাশ থেকে সে বিদায় মানেই তো টাটা, এরপর রাত শিশির আর কুয়াশার।
পাতলা কুয়াশা মেখে খুব করে আকাশে তারা দেখা যাবে। একে কৃষ্ণপক্ষ তার উপর আকাশে মেঘ নেই, তার উপর আজ বৃহস্পতিবার রাত। ব্যাস আর কী চাই জীবনে?
শুভ কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ