Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরোজা নীল আকাশের দিনে


২ নভেম্বর ২০১৮ ০৮:২৩

।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আকাশের রঙ কী? প্রশ্ন করতে দেরি জবাবে দেরি নেই। একে একে সবাই জবাব দেওয়া শুরু করবে, নীল, আকাশি, হালকা নীল আরও কত কী! কিন্তু না আমাদের আজকের আকাশটা একদম ফিরোজা রঙের!

কার্তিক মাসের মাঝামাঝি ঠিক শীতও না আবার গরমও না একটা দিনে আমরা চলে এসেছি, তখন সূর্য একটা দারুণ কোণে হেলতে শুরু করেছে। এই পথের যাত্রায় নীল রঙের সুন্দর একটা শেড দেখা যাচ্ছে আকাশে। আর তার রঙকে আরও সুন্দর দেখাতে সঙ্গে যোগ হয়েছে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ। আকাশের দিক তাকালেই প্রাণটা একদম জুড়িয়ে যায়!

আকাশে আজ একদম মেঘ নেই। সারাদিনে মেঘ ১০ শতাংশেও নেমে আসতে পারে। তবে হ্যা খানিকক্ষণের জন্য ৭০ শতাংশেও উঠতে পারে তবে প্রধানত দিনটা আকাশ দেখারই।

মেঘের ছায়া না থাকায় সূর্য যদিও একটু বাড়াবাড়ি রকমের উজ্জ্বল হবে। তবে শীত যেহেতু এসেই পড়ছে আর আজ শুক্রবারও তাহলে এই রোদের পূর্ণ উপযোগিতা গ্রহণ করে লেপ তোষককে রোদ দেখিয়েই আনা যাক। আর্দ্রতাও বেশ কম আছে বাতাসে, পোকা মাকড়ের কাল একদম রেহাই নাই।

ঝকঝকে আকাশ দিনে কতটা ভালো লাগবে তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে এই মেঘ ছাড়া আকাশে যখন শত তারা জ্বলে উঠবে, তখন বেশ লাগবে।

অসাধারণ কাটুক ছুটির দিনটি।

শুভ সকাল!

সারাবাংলা/এমএ/ এমএইচ

আকাশ আবহাওয়া বার্তা মেঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর