চুরি হওয়ার পর উদ্ধার হয়েছে সবচেয়ে দামি ভদকার বোতল
৬ জানুয়ারি ২০১৮ ২৩:০০
সারাবাংলা ডেস্ক
চুরি হওয়ার পর সন্ধান মিলেছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ‘ভদকা’র বোতলটির। তবে ভেতরে থাকা পানীয় শেষ হয়ে গেলেও পাওয়া গেছে খালি বোতলটি।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মদের দোকানে বর্তমানে প্রদর্শিত হচ্ছে সেটি। সোনা ও রুপার তৈরি বোতলটির ছিপি তৈরি করা হয়েছে হীরা দিয়ে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ভদকার বোতলটির দাম ১৩ লাখ মার্কিন ডলার।
এ ব্যাপারে ডেনিশ পুলিশ জানায়, চুরি যাওয়ার পর নির্মাণাধীন একটি ভবন থেকে বোতলটি উদ্ধার করা হয়।
বুধবার একজন অনুপ্রবেশকারী রুশো-বালটিক ভদকার বোতলটি নিয়ে পালিয়ে যাচ্ছিল বলে দেখা যায়, সিসিটিভির ফুটেজে।
কোপেনহেগেন পুলিশের মুখপাত্র রিয়াদ টোবা সংবাদ সংস্থা এপি’কে জানান, ‘বোতলটি একটি নির্মানাধীন ভবনে কাজের সময় পাওয়া যায়। আমরা জানি না বোতলে থাকা ভদকার কী হয়েছে। তবে মূল্যবান বোতলটি পাওয়া গেছে।’
‘ক্যাফে থার্ট্রি থ্রি’ থেকে ওই বোতলটি চুরি হয়। ওই বারের মালিক ব্রায়ান ইঙ্গবার্গ জানায়, ‘বোতলটি এখনো মূল্যবান। কারণ একই ধরনের আরও কিছু ভদকা আমাদের সংগ্রহে আছে। সেই ভদকা পুরান বোতলটিতে রাখা হবে। যার বিক্রয় মূল্য একই থাকবে।’
রাশিয়ার বিলাস বহুল গাড়ি নির্মাতা কোম্পানি রুশো বালটিক জানায়, নিজেদের প্রতিষ্ঠানের শতবর্ষ স্মরণ রাখতেই তারা এই ভদকা বানিয়েছে।
বোতলটির সামনের অংশ চামড়ায় মোড়ানো। বোতলের ছিপিতে রয়েছে হীরের কারুকাজ করা রাশিয়ান রাজকীয় ঈগলের ছবি।
ক্যাফে থার্টি থ্রির মালিক জানিয়েছেন, আমেরিকান সরকারকে উপহার দেওয়া রাশিয়ারন প্রেসিডেন্টের ভাঙাচুরা বিল্ডিং থেকে বোতলটি উদ্ধার করা হয়েছে।
সারাবাংলা/এনএস/এমআই