Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূর্যমুখী দিনে


৫ নভেম্বর ২০১৮ ১০:০১

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

ঢাকা: কার্তিক মাসের ২৩ তারিখ আজ। খুব নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে হেমন্তের প্রথম এই মাসটি কাটল। আজ অবশ্য দিনটা উজ্জ্বল, মানে আবহাওয়ার পূর্বাভাসে এরকমই কথা বলা হচ্ছে।

দিন উজ্জ্বল হলে যা হয় আর কি, আকাশে সূর্যেরই রাজত্ব থাকে। মেঘের বংশ খুঁজে পাওয়া দায় হয় আর ময়ূখমলী বিনা প্রতিদন্দ্বিতায় রাজ্য জয় করে বসে থাকে। আজকের দিনটিও ঠিক এরকমই। আকাশে ১০ কি ২০ শতাংশ মেঘ আছে। এই মেঘকে একদম পাত্তা না দিয়ে রোদ চারিদিকে ছড়িয়ে যাবে আর আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এখন প্রশ্ন হচ্ছে মৌসুমি বায়ু যে ছিল সে গেলো কোথায়? আসলে সে কোথাও যায়নি। বঙ্গোপসাগরেই আছে। স্বাভাবিক একটা লঘুচাপও আছে। ওদের কাজ এখন ধীরে ধীরে ঠাণ্ডা নামানো। দেখা যাক সেই কাজটা তারা কত ভালোভাবে করতে পারে!

শুভ হোক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর