মেঘ এসে নেমেছে আমাদের শহরে
৭ নভেম্বর ২০১৮ ১২:০৫
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
অবশেষে শীত নেমেছে আমাদের শহরে। আজ সকালেই ঘন কুয়াশা অভিবাদন জানিয়েছে নগরবাসীকে, বলেছে, এইতো এলুম!
সেই যে কবে বেশ রোদ্দুর ছিল সেদিন যে বলেছিলাম গরম কাপড়দের রোদ দেখিয়ে রাখতে যারা কথাটা গায়ে মাখেননি তারা আজ বুঝলেন তো শীত কেমন ঝুপ করে নেমে আসে?
আজকের সারাদিন এই কুয়াশার খেলা চলবে, ফলে আজকে সূর্য্যি মামা একটু লুকিয়ে লুকিয়েই থাকবে। ওদিকে কুয়াশার জন্য বাতাস আর্দ্রতা বেশ বেশি থাকবে। এতেও যদি ভোগান্তি না কমে তাহলে জেনে রাখুন আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা।
সব মিলিয়ে দিনটা রোগবালাইয়ের জন্য একদম আদর্শ। গরম লাগছে নাকি ঠাণ্ডা তাও সিদ্ধান্ত নেয়া যাবে না। এই সুযোগে খুসখুস কাশি মাথা ব্যাথা সবই ভুগিয়ে যেতে পারে। শুরু থেকে সাবধানতাই শুধু পারে আজকে বাঁচিয়ে রাখতে।
নিরাপদে কাটুক আজকের দিনটি।
ছবি : ফেসবুক থেকে
সারাবাংলা/এমএ