Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আখেরি চাহার সোম্বা, বায়তুল মুকাররমে মিলাদ-দোয়া মাহফিল


৭ নভেম্বর ২০১৮ ১৭:৪৪ | আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে (বাদ জোহর) বায়তুল মুকাররমে ‘পবিত্র আখেরি চাহার সোম্বার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম।

ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম (মোস্তাকীম হুজুর)। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মো. আনিসুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনুর রশীদ এবং আরও অনেকে। মাহফিলে সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বিজ্ঞাপন

এদিন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পালিত হচ্ছে আখেরি চাহার শোম্বা

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর