শিশির ভেজা কার্তিকের দিন
৮ নভেম্বর ২০১৮ ১০:১৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
কুয়াশারা যখন আমাদের সময়ে নেমে আসা শুরু করেছে, ভেজা বাতাসে ভর করে ছড়িয়ে যাচ্ছে পাকায়া ফসলের বার্তা। এই তো আর কটা দিন এরপরই শুরু হবে নবান্নের উৎসব।
শহুরে নবান্ন অবশ্য শুরু হয়ে গেছে পিঠাপুলির উৎসব। সন্ধ্যা হতেই কাঠ কলয়ার চুলায় চালের গুড়োর পিঠের গন্ধ ছড়িয়ে পড়ে অলিতে গলিতে।
আজকের দিনটিও এমনই মোহনীয়, তার উপরে আজ বৃহস্পতিবার। কোনোক্রমে দিনটা পার হয়ে গেলেই দুদিনের স্বাধীনতা!
সকালে যখন কুয়াশার পর্দা গলে সূর্যটা উঠেছে তখন থেকেই এই আনন্দ ছড়িয়ে গেছে পৃথিবীতে একটু একটু করে শীত নেমে আসছে পৃথিবীতে। আজকে তাই সর্বোচ্চ তাপমাত্রাও কিছু কমে ৩০ ডিগ্রি সেলসিয়াসে এসে থেমেছে। নরম বাতাস এখন পর্যন্ত খুব ভোগান্তি দেয়নি। তবে হ্যাঁ সন্ধ্যাবেলায় একটু ভারি কাপড় গায়ে রাখবেন।
আজকের দিনে সূর্য উজ্জ্বল থাকবে তাই সানস্ক্রিন মাখা আবশ্যক। ধুলোর পরিমাণও বাড়ছে তাই এই বিষয়েও সাবধান থাকতে হবে। এগুলো থেকে বেঁচে থাকতে পারলে বাকি সব কিছু ভালোই যাবে।
শুভ হোক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ