Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দামানের নিম্নচাপে মুখ গোমড়া আকাশের


১১ নভেম্বর ২০১৮ ০৯:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শীত যখন প্রায় নির্বিঘ্নে এসে পড়েছে আমাদের দরজায় তখনই গল্পে ক্লাইমেক্স, আন্দামান সাগরের প্রায় নিরীহ লঘুচাপটি গভীর নিম্নচাপ হয়ে গেছে। আর সে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে।

গভীর নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। আর এর প্রভাবে আকাশ মেঘলা হতে পারে।

যদিও আজকের সকাল শুরু হয়েছিল ঝকঝকে রোদে, আস্তে আস্তে মেঘ হয়ে যেতে পারে এমন মন নিয়েই রাখতে পারেন। তবে বৃষ্টি আসার সম্ভাবনা খুব একটা নেই, দিনটা প্রধানত শুষ্কই।

এই নিম্নচাপটা উত্তর-পশ্চিমদিকে আরও ঘনীভূত হয়ে এগিয়ে আসতে পারে। সেক্ষেত্রে একটা ঝড়বৃষ্টির পূর্বাভাস পাওয়াই যাচ্ছে।

বিজ্ঞাপন

তবে যতক্ষণ এই ঝড় এগিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতাও একইরকম। শুধু তাই না, সূর্যও একইরকমে থাকবে।

শুভ যাক রবিবার দিনটি।

সারাবাংলা/এমএ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর