Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ের খবর আর শঙ্কার দিন


১২ নভেম্বর ২০১৮ ১০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

ঘূর্ণিঝড় গাজা বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত দূরে আছে। সে কারণে উপকূলীয় অঞ্চলে দুই নম্বর হুশিয়ারি সংকেতও দেওয়া হয়েছে। কিন্তু এদিকটা এখনও স্বাভাবিক। সহজ সরল একটা সূর্য আছে। গায়ে গায়ে লাগা একটু গরমও আছে।

আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই ৩০ ডিগ্রি অবশ্য গরমকালের ৩০ ডিগ্রি থেকে অনেকটাই আলাদা, কারণ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কম আর এই সূর্য সর্বশক্তি দিয়ে এখানে উঠতে পারবে না। এমনিতে দিন মোটের ওপর ঠাণ্ডাই।

ওদিকে আকাশে মেঘেরা এখনও জড়ো হয়নি। তবে মেঘ আসবে। আকাশে তাদের আগমনী না দেখা গেলেও আবহাওয়া অফিসের কাছে তাদের আগমনীর খবর আছে এখন অপেক্ষা কতক্ষণে তারা আসে।

বিজ্ঞাপন

যতক্ষণ মেঘেরা না আসে দিনটি প্রধানত শুষ্কই থাকবে। হ্যাঁ, রাতের দিকে একটু আর্দ্রতা বাড়তে পাড়ে, সে নিয়ে ভাবার কিছু নেই।

শুভ হোক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর