মেঘের ছেঁড়া পালে
২০ নভেম্বর ২০১৮ ১০:৩১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আকাশটা আজ কেমন দেখেছেন? ঠিক যেন ছেঁড়া মেঘের রাজত্ব। একে ছেড়ে ও এগোয়, আবার পিছন ফিরে একে অন্যকে টানে। এমন দিনটি কেমন হতে পারে বলুন দেখি?
আকাশ জুড়ে আজ রাজ্যের মেঘ জুটবে, নানান আকারের নানা ধরণের। এই মেঘগুলোই আজ সারাদিনকে নির্ধারণ করবে। ৭০ শতাংশ মেঘ মানে আজকে সূর্যের আলোর একটু প্রতাপ কমই আছে। তবে মেঘগুলো কিন্তু কিউমুলোনিম্বাস না। তাদের নিজের কাছেই তেমন পানি নেই প্রকৃতিকে কী দেবে? তাই বাতাস প্রধানত শুষ্ক থাকবে।
এই শুষ্ক দিন এমনিতে খারাপ লাগবে না কারণ আজকে তাপমাত্রা ২৮ ডিগ্রি উঠতে পারবে বড় জোর।
যাক মোটের উপর সুন্দর দিন। কিন্তু যদি মনটা কেমন কেমন করে, রাগ দুঃখ হয়, একবার আকাশ পানে তাকিয়ে মেঘের প্রতিনিয়ত রূপ বদল দেখে নেয়া যেতে পারে।
মেঘই বলে দেবে কীভাবে নিজেক বদলে আবার সামনে এগিয়ে যেতে হবে।
শুভ কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/এসএমএন