Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশা গলা রোদের দিন


২৩ নভেম্বর ২০১৮ ১১:০৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১১:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

ঢাকা: বাতাসের ভাবগতিক কি কিছু টের পাওয়া যায়? বাতাস কিন্তু আর আগের মতো পাতলা নেই। বাতাসে জুড়ে যাচ্ছে জলের কণা, আর এই জলের ক্ণা বদলে দিচ্ছে প্রতিদিনের বাতাস।

জলজ এ বাতাসের বিন্দু বিন্দু পানিতে ভেসে কত স্মৃতি মনে পড়ে যায়— ছোটবেলার কথা, আপনজনের কথা, হারিয়ে যাওয়া কোনো স্বজনের কথা। আর এসব কথা মনে করার জন্য আজকের দিনটাও আদর্শ, আজ শুক্রবার।

সূর্যের আজ বেশ মন ভালো। সে ঝকঝকে রোদের আলোয় পৃথিবী ভাসিয়ে দিচ্ছে। আকাশ যদিও মাঝে মধ্যে মেঘলা হতে পারে। ওই যে সেই লঘুচাপ, যে শ্রীলংকা বসে আমাদের এদিকে হাত পা এলিয়েছে, তার একটু প্রভাব। এও খুব জটিল কিছু না। এই মেঘে বৃষ্টি হবে না।

বিজ্ঞাপন

আজকের দিনে তাপমাত্রা একটু কমতে পারে। তবে মূলত অপরিবর্তিতই অনুভূত হবে। এদিকে শুষ্কতা তার সাম্রাজ্য আরেকটু বিস্তৃত করবে। হুম, ত্বকের যত্নটা এখন ফেলে রাখার মতো বিষয় রইল না। বিষয়টি এখন মাথায় আনতেই হবে।

এসবের পরে রাতের আকাশে থাকবে একটা উজ্জ্বল চাঁদ। তখন মাঝারি কুয়াশাও ঝরতে পারে। সেই কুয়াশায় ঝিকমিকিয়ে উঠবে প্রকৃতি।

সুন্দর সেই সময়টা উপভোগ্য হোক!

ছবি: হাবীবুর রহমান

সারাবাংলা/এমএ/টিআর

কুয়াশা রোদের দিন