মঙ্গলময় দিনে
২৭ নভেম্বর ২০১৮ ১০:০৬
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আজ সপ্তাহের একদম মাঝের একটা দিন। মঙ্গলবার। মানে আমরা সপ্তাহের যতটা সময় পেড়িয়ে এসেছি আবার অতটুকু পথ পাড়ি দিতে হবে।
মঙ্গলবারে এসে খুব আলসেমিতে পায়, মনে হয় এই দুইদিন কবে শেষ হবে। উফফ! কী লম্বা এসব পথ! কিন্তু মঙ্গলবার কিন্তু একটা সুযোগও। সামনে এগিয়ে যাওয়ার। কোনো কাজ বাকি থাকলে শেষ করার। ভুল হলে শুধরেও নেয়ার।
কিন্তু মঙ্গলবারের সঙ্গে কিন্তু আবহাওয়ার কোনো সম্পর্ক নাই। আবহাওয়া খুব যাকে বলে ইংরেজিতে ‘কুল’ তাই আছে। এই কুল মানে অবশ্য শীত না। এই কুলের মানে হছে একদম ঠিকঠাক কোনো ভেজাল নেই ঝামেলা নেই।
ওদিকে এই আদর্শ অবস্থায় বঙ্গোপসাগরে নাকি এক লঘু চাপ মহাশয় এসেছেন। তবে তিনিও একজন স্বাভাবিক লঘু চাপই, শুধু মাঝে মধ্যে আকাশ মেঘলা করে দেয়া ছাড়া তাদের তেমন কোনো কাজ নেই।
তো মেঘের কথা যখন আসলোই তখন বলি, না আজ মেঘের খুব হাঁকডাক নেই। অন্য দিনের মতোই তারা খুবই পরিমিতি বোধ নিয়ে আকাশে ঘুরে বেড়াবে। তারই প্রেক্ষিতে আকাশ জুড়ে রোদের বাড়িঘর থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১৮। মানে বাকিটা সময় একটু ভারি জামা কাপড় দরকার হবে।
তো আর কি! মঙ্গলবার কাটুক মঙ্গলের শুভ কামনায়।
সারাবাংলা/এমএ/এসএমএন