।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
অগ্রহায়ণ মাস প্রায় আধাআধি শেষ! এর পরের মাসই পৌষ। কিন্তু কিসের কী? সর্বোচ্চ তাপমাত্রা এখনও ২৮ ডিগ্রি সেলসিয়াস। বলতে গেলে গরমই। এখনও ফ্যান লাগে মাঝে মধ্যেই ঘামে অস্থির হতে হয়। আর শীতের কাপড়? সে যে কবে নামবে কে জানে!
তো গরমের মধ্যেও বেলা পড়লে ভোর রাতের দিকে বেশ শীত শীত লাগে। সেই শীত ভ্রমে কেউ ভারি কাপড় পরে দিনে বের হয়ে যাবেন না যেন, আজ দিনটা অন্য দিনের চেয়ে গরম। সম্ভাবনা আছে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম উঠে যেতে পারে। আর গরমের কথা যদি বলতেই হয় তবে একটু সূর্যের কথাও জানা যাক।
গতকালের মতোই আজকে আকাশে থেকে থেকে মেঘ। আসবে আবার চলেও যাবে। মেঘের এমন আচরণে অবাক হওয়ার কিছু নেই। এটা লঘু চাপের প্রভাব। তবে মেঘ রোদকে খুব বাঁচিয়ে রাখতে পারবে না। মেঘ খুব ঘন না।
তো সূর্য থেকে আমাদের মেঘ রক্ষা করতে পারলো না। আর্দ্রতাও কমের দিকে। তাই শীত লাগুক না লাগুক। ত্বক ফাটার সম্ভাবনা পুরাই থাকছে।
এতসব প্রতিকূলতার মধ্যে অনুকূল্য যাওয়ার মতো একমাত্র খবর হচ্ছে আজ বুধবার হয়ে গেছে ফলে কোনো ক্রমে একটা দিন পার করে গেলেই হয়ে গেলো শুক্রবার!
ব্যস, এ আনন্দে কেটে যাক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ