Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভাসমান বাড়ি


৯ জানুয়ারি ২০১৮ ২০:১৭

সারাবাংলা ডেস্ক

বর্তমান বিশ্বে সবচেয়ে বড় উদ্বেগের নাম জলবায়ু পরিবর্তন। ভবিষ্যতে কিভাবে জলবায়ুর এই পরিবর্তন মোকাবেলা করা যায় তা নিয়ে ভাবতে শুরু করেছে অনেক দেশ। তাদের চিন্তা থেকেই বেরিয়ে এসেছে স্বল্প খরচে ভাসমান বাড়ি তৈরির ধারণা। ইতোমধ্যে বিভিন্ন দেশের কিছু প্রকৌশলী তৈরিও করেছেন নানা বরক ভাসমান বাড়ি। যেগুলো জলে-স্থলে উভয় জায়গাতেই সমানভাবে খাপ খাওয়াতে সক্ষম।

নেদারল্যান্ডসের আমাস্টারডামে সম্প্রতি এই ধরণের ভাসমান বাড়ির ব্যাপক ব্যবহার শুরু হয়েছে। কাঠের তৈরি এ বাড়িগুলো সহজেই ভেসে বেড়ায় পানির ওপর।

এ ধরনের ভাসমান বাড়ির সবচেয়ে বড় প্রকল্পটি নেওয়া হয়েছে নেদারল্যান্ডসে। সেখানে একটি কৃত্রিম লেকে পানির ওপর ৪৬ হাজার স্কয়ার মিটারের একটি ভাসমান ভবন তৈরি করা হয়েছে।

ভবনটির কতৃপক্ষ জানিয়েছে, কিভাবে স্বল্প বাজেটে এ ধরণের ভাসমান বাড়ি বানানো যেতে পারে সেটা দেখানোর জন্য আমরা একটি প্রকল্প হিসেবে এ বাড়িটা তৈরি করেছি।

বাড়িটির প্রধান বৈশিষ্ট্য হল, এটি কখনো পানিতে তলিয়ে যাবে না। যে কোন পরিস্থিতিতে ভেসে থাকতে সক্ষম বলেও জানান তারা।

পর্তুগালের কোইমব্রা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভাসমান বাড়ি তৈরি করেছে, যেটা ভাসিয়ে বিশ্বের যে কোন স্থানে যাওয়া যাবে।

এ ছাড়াও বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র ও রিসোর্ট হিসেবে এ ধরণের বাড়ি দেখা যাচ্ছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর