উজ্জ্বল দিন
৩০ নভেম্বর ২০১৮ ১০:৫২
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
শীত মাখা মাখা রোদের আরেকটি দিন আজ। রোদ থাকুক ঝড় থাকুক এমনকি কারও সঙ্গে ঝগড়াও থাকুক, আজ কিন্তু শুক্রবার। তাই যেহেতু বাইরের কাজের চাপ তুলনামূলক কম, আজ মোটের উপর একটা শুভ দিন।
আজকের এই শুভ দিনে আকাশ ঠিক করেছে সে খুব পরিছন্ন থাকবে। তাই আকাশের দিক যখনই তাকাবেন, ঝকঝকে নীল একটা আকাশকেই দেখতে পাবেন কারণ আজকে মেঘের খুব বেশি কাজ আকাশে নেই। তো আকাশে তার আসার আশাও নেই।
মেঘ না থাকলে এমনিতে ভালো, আলোয় ভুবন ভরে যায়। কিন্তু রোদে যে সূর্যের অতিবেগুনি রশ্মি আছে তাকেও তো সমঝে চলতে হবে। ও ভাই তো আর শুক্রবার শনিবার মানে না। তাই নিজেই মনে করে সানস্ক্রিন দিয়ে ফেলা ভালো না?
শীতে আর্দ্রতা কমতে কমতে বেশ কমে এসেছে। কম আর্দ্রতা মানেই ত্বক ফাটা, পা ফাটা। আমি বলি কী, আজকে একটু ত্বক আর চুল চর্চা করেই ফেলা যাক। পুরো সপ্তাহ ফুরফুরে যাবে।
যেহেতু ছুটির দিন বাইরে তেমন কাজ নেই, তো এই শীতের আমেজে কোথাও বেড়িয়ে আসা যায়। বাইরে না গেলে ঘরের কাজগুলো নিজের মনে করে করে ফেলা যায়। এভাবে পরিবারের মানুষের সঙ্গে সময়ও কাটানো হবে আবার কাজগুলোও শেষ হয়ে যাবে তাই না?
আনন্দে কাটুক ছুটির দিনটি।
সারাবাংলা/এমএ