Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র রবিউস সানি, শনিবার বসছে চাঁদ দেখা কমিটি


৭ ডিসেম্বর ২০১৮ ১৭:০৬

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: শনিবার ১৪৪০ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শুক্রবার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দিন সন্ধ্যা সাড়ে ৫টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হবে। তাতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনে জানাতে অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর