অগ্রহায়ণের যাবার বেলায়
৯ ডিসেম্বর ২০১৮ ১১:১১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
শীতের আসল ঋতু পৌষ আসতে আর মোটে কয়টা দিন বাকি। অগ্রহায়ণ তাই তার ঘর গুছানো শুরু করেছে। দিন ছোট থেকে আরও ছোট হচ্ছে প্রতিদিন। এদিকে শীতও দৃপ্ত পায়ে এগিয়ে আসছে।
শীতকে স্বাগত জানাতে বরাবরের মতো উত্তরের জেলাগুলো এগিয়ে আছে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বেশ শীত না? এমনকি পিছিয়ে পড়া ঢাকাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কম্বল নামা কি আর কোনো বাড়িতে বাকি আছে?
কুয়াশা যদিও বলেছিল এই সপ্তাহে সে আসবে কিন্তু এখনও সে আসেনি৷ না আসায় ভালো ছাড়া খারাপ কিছু হয়নি। জনজীবন খুব স্বস্তিতে আছে।
আজকের সারাদিনের খবর হচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর আকাশে মেঘ খুব কম। যথেষ্ট রোদ আর বাতাসের আর্দ্রতাও খুব কম।
তো যারা এখনও শীতের কাপড় রোদে দেননি। তাদের জন্য উত্তম সময়। কুয়াশা এসে পড়লে কিন্তু আর এই সুযোগ পাওয়া যাবে না।
ফুরফুরে কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ