কমছে দিনের আর্দ্রতা, রাতের তাপমাত্রা
১০ ডিসেম্বর ২০১৮ ১২:৩৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
শীতের ঋতুটা কড়া নাড়তেই হুড়মুড় করে শীত ঢুকে পড়েছে পৃথিবীতে। রাতের তাপমাত্রা এখন কমে সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আর দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২৬ ডিগ্রিতে চলে এসেছে।
আমাদের এই শীতানুভূতি দেখলে শীত প্রধান দেশের মানুষেরা হেসেই মরে যাবে কিন্তু আমাদের গরম সওয়া প্রাণে এটাই অনেক শীত।
পৃথিবীর অনেক দেশে শীতে বরফ পড়ে, বৃষ্টি হয়, আমাদের শীত প্রধানত শুষ্ক। বাতাসের আর্দ্রতা কমে নেমেছে ৫৯ শতাংশে। তবে বৃষ্টির চেয়ে এই শুষ্কতা ভালো।
বৃষ্টির কথা মনেই আসলো তখন এটা জেনে রাখা ভালো আকাশ কিন্তু মাঝে মধ্যে মেঘলা হয়ে যেতে পারে। তবে এই মেঘ একদম বাবুরাম সাপুড়ের সাপগুলোর মতো ফোঁসফোঁসেই সারা। এই মেঘে বৃষ্টি হবে না। শুধু সূর্যের আলো কমিয়ে শীত একটু বাড়বে।
যাক এমনিতে কিন্তু দিনটা রৌদ্রজ্জ্বল, খুব আরামদায়ক একটা দিন। এত সুন্দর একটা দিন উপভোগ্য হোক।
সারাবাংলা/এমএ