Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েদের ওপর হওয়া যৌন হয়রানির মাত্রা বুঝতে পারেনা পুরুষ


১১ ডিসেম্বর ২০১৮ ১৪:০৯

রোকেয়া সরণি ডেস্ক।।

মেয়েদের ওপর ঘটা যৌন হয়রানির ঘটনাগুলোকে পুরুষ খাটো করে দেখে। এক্ষেত্রে নির্যাতনের মাত্রাও অবমূল্যায়িত হয়।আমেরিকা, ডেনমার্ক, নেদারল্যান্ড ও ফ্রান্সের মতো দেশগুলোতে এ ব্যাপারটি বেশি ঘটে।  সম্প্রতি দ্য পেরিলস অব পারসেপশন গবেষণা সংস্থার একটি জরিপে এমন তথ্য বেরিয়ে আসে। আমেরিকা এবং ইউরোপের ১২ টি দেশের মেয়েদের অভিজ্ঞতার আলোকে এই জরিপটি করা হয়।

পুরুষ ও নারী উভয়ই যৌন নির্যাতনের শিকার হলেও, মেয়েদের ওপর ঘটা নির্যাতনের মাত্রা বুঝতে অক্ষম পুরুষেরা। যেমন হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর আমেরিকায় এই জরিপ শুরু হয়। আর ডেনমার্কে ২০১২ সালেই এই সংক্রান্ত জরিপ হয়। সেখানে শতকরা ৮০ ভাগ মেয়ে জানায়, তারা ১৫ বছরের আগেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু সেসব ঘটনার মাত্রাটি ধরতে পারেনি কেউই।
কিছু ছেলেরাও নিজেদের অবমাননার অভিজ্ঞতা তুলে ধরেন। তবে জরিপের ফলাফল বলছে, ছেলেদের অভিজ্ঞতার তীব্রতা বা মাত্রার বিষয়টি এতটা অবমূল্যায়ন হয়না।

সারাবাংলা/টিসি/এসএস

যৌন হয়রানির মাত্রা