Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরিয়ডে ছুটি পাবেন ইতালির নারীরা


২২ ডিসেম্বর ২০১৮ ১৬:৫২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকেয়া সরণি ডেস্ক।।

ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে চালু হয়েছে মাসিক ছুটি বা পিরিয়ড লিভ। প্রতিমাসে পিরিয়ডের প্রথম তিনদিন ছুটি পাবেন নারী কর্মকর্তারা। সম্প্রতি দেশটির মন্ত্রী পরিষদ সভায় এই সংক্রান্ত বিল পাশ হয়।

হরমোনজনিত পরিবর্তনের কারণে অনেক মেয়ে ডিসমেনোরিয়া (পিরিয়ডের সময় তলপেটে ব্যথা) রোগে ভোগে। ফলে স্বাভাবিক কাজগুলো করতে পারে না। নারী সহকর্মীদের এই ব্যাপারটি মাথায় রেখেই পিরিয়ডে ছুটির ব্যবস্থা করা হয়েছে।

তবে সব মেয়েরা এই ছুটি পাবে না। যারা ডিসমেনোরিয়া বা পিরিয়ডের সময় অন্য কোন শারীরিক সমস্যায় ভোগেন তাদের জন্যই এই ছুটি। এক্ষেত্রে কর্মরত প্রতিষ্ঠানে ডাক্তারের নির্দেশনা বা প্রেসক্রিপশান জমা দিতে হবে। প্রত্যেক বছর এই প্রেসক্রিপশন নবায়ন করতে হবে। তবে এই তিনদিন ছুটি অন্যকোন শারীরিক অসুস্থতাজনিত ছুটির সাথে গণ্য হবে না।

বিজ্ঞাপন

ওয়াশিংটন পোষ্ট গণমাধ্যমের হিসাব অনুযায়ী, ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে শতকরা ৭২ ভাগ নারী কর্মরত আছেন। আর ইতালিতে এই সংখ্যাটি শতকরা ৬১ ভাগ। ইতালির অর্থনীতিতে নারীর অবদান অনেক। তাই দেশটির বেশিরভাগ মানুষের চাওয়া, মেয়েরা যেন কর্মক্ষেত্রে নিরাপদে ও আনন্দ নিয়ে কাজ করতে পারে।

উল্লেখ্য, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়াতে পিরিয়ডে প্রথম তিনদিন ছুটির ব্যবস্থা আছে।

সারাবাংলা/টিসি/এসএস

পিরিয়ড লিভ মাসিক ছুটি