শীত আর সূর্যের সেয়ানে সেয়ানে লড়াই
২ জানুয়ারি ২০১৯ ১১:০৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
দেশের প্রায় সব অংশে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। শৈত্যপ্রবাহ চললে কী হয়? শীত করে না? আরে শীতে তো জীবন জমে যায়। অবশ্য এবারের শৈত্য প্রবাহ হালে তেমন পানি পাচ্ছে না। কারণ শৈত্য আর সূর্যের যে এবার চলছে সেয়ানে সেয়ানে লড়াই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। ব্যাপারটা মোটেও হেলাফেলা করার নয়, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গলসহ রংপুরের বাকি স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলছে। তবে যদি তাপমাত্রার তালিকাটা দিকে চোখ দেওয়া যায় তাহলে বছর শুরুর আগে সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল তার চেয়ে সারাদেশে একটু বেড়েছে। বাব্বা সূর্যিমামা পাহারা দিচ্ছে বাড়বে না তো কি?
কুয়াশা ব্যাটার এবছর দেখা নেই বললেই চলে তবে ব্যাপারটা একদিক দিয়ে ভালোই কুয়াশা থাকলে শীত গায়ে লাগতো বেশি, সূর্যের আশীর্বাদ থাকায় শীতটা এবার প্রায় গায়ে লাগলো না বললেই চলে।
আবহাওয়ার পূর্বাভাস তো বলছে এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন থাকবে। তাই যদি হয় তাহলে সূর্যি মামার কাছে বলতে হবে সেও যেন কটা দিন আরও থেকে যায়। যদিও কুয়াশার বাড়ি থেকে খবর এসেছে তিনি শুক্র-শনিবার নাগাদ আসতে পারেন।
দেখাই যাক সামনে কি আছে, সামনের কথা ভেবে আজকের দিন কি আর খারাপ করা যায়?
বছরের প্রথম দুই একদিন যে রকমই যাক এই যে প্রথম দিকের প্রতিজ্ঞাগুলো থাকে সেগুলো ধরে রাখার জন্য পরের দিনগুলি খুব জরুরি। মন শক্ত করে বসে থাকুন, আমরা করব জয়।
শুভ যাক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/পিএম