স্ত্রীকে না জানিয়ে বিয়ে বিচ্ছেদ নয়: নতুন আইন সৌদি আরবে
৫ জানুয়ারি ২০১৯ ১৫:০৬
রোকেয়া সরণি ডেস্ক।।
সৌদি আরবে স্ত্রীকে না জানিয়ে বিয়ে বিচ্ছেদের আবেদন করতে পারবেন না কোনো স্বামী। বিয়ে বিচ্ছেদ করার আগে অবশ্যই স্ত্রীকে মোবাইল ফোনে এসএমএস দিয়ে জানাতে হবে। গত রবিবার (৩০ ডিসেম্বর) দেশটির মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই আইনের অনুমোদন দেওয়া হয়।
এই প্রসঙ্গে সৌদি আইনজীবী নিসরিন আল গামদি জানান, বিয়ে বিচ্ছেদের বিষয়টি কোর্টে আবেদন করার আগেই নারীকে জানাতে হবে। কারণ নিজের বিয়ে বিচ্ছেদের কথা জানা সংশ্লিষ্ট নারীর অধিকার।
উল্লেখ্য, ২০১৭ সালে অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার অংশ হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন ‘ভিশন-২০৩০’। সেখানে নারীদের বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এর ফলে সৌদি নারীরা এখন গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দেশটিতে জেন্ডার বৈষম্য এখন কিছুটা কমে এসেছে।
এরপরও অনেক ক্ষেত্রেই সৌদি নারীদের অভিভাবক হিসেবে পুরুষকেই ধরা হয়। নারীর পাসপোর্ট করার কাজে, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে, সরকারি বৃত্তি পেয়ে দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে, এমনকি জেল থেকে জামিন পেতেও পুরুষকেই অভিভাবক হিসেবে দেখাতে হয়।
সারাবাংলা/টিসি