শীত রাজত্বের স্বাভাবিক একদিন
১১ জানুয়ারি ২০১৯ ১০:১৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
শীত রাজার রাজত্ব মোটামুটি সুন্দরভাবেই চলছে। আর কী সহ-অবস্থান বলুন, শীতের শীতও আছে আবার সূর্যের রোদও।
সারা সপ্তাহ কাজ কাজ আর কাজের শেষে, ‘থ্যাংক গড’ আজ শুক্রবার! এই শুক্রবারের মোহে আমরা সারাটা সপ্তাহ কিভাবে যে কাটাই সে শুধু আমরাই জানি। এরপর আসে সুন্দর একটা শুক্রবার। সেদিন এমনিতেই সব ভালো লাগে।
তবে শুধু শুক্রবার বলে নয়, আজকের দিনটি এমনিতেই খুব সুন্দর। যদিও উত্তর পশ্চিম আর দক্ষিণের জেলাগুলোতে এখনও বেজায় শীত।
তবে এই শীতটা আসলে এখানেই থাকবে। এর চেয়ে বেশি বাড়ার কোন সম্ভাবনা দু-একদিনের মধ্যে দেখা যাচ্ছে না। তাই কারো যদি দু-একদিনের মধ্যে বেড়ানোর পরিকল্পনা থাকে নির্দ্বিধায় বেরিয়ে পড়ুন।
একই কথা প্রযোজ্য কুয়াশার জন্যও। ভোরের দিকে শুরু হয়ে সকাল পর্যন্ত থাকে, তার পরে সূর্য আসলে পালিয়ে যায়। তাই রাজ্য শীতের হলেও আরামের কোন শেষ নেই।
এরকম সুন্দর দিনে আর ঘরে বসে থাকা কেন, চলুন উপভোগ করা যাক শুক্রবার দিনটি।
সারাবাংলা/এমএ