Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্য-দৈত্যের রাজত্বে সূর্য্যি মামার হানা


১৪ জানুয়ারি ২০১৯ ০৮:২২

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আচ্ছা গায়ে কি একটু শীত বেশি লাগছে না? এই ধরেন একটু গরম গরম লাগছিল, গরম কাপড় একটু খুলে রাখলেন, ওমনি শীত এসে জাপটে ধরে অসাড় করে দিবে শরীর। কেমন একটা অবস্থা বলুন!

এদিকে শীতের দেশ থেকে খবর এসেছে শৈত্যপ্রবাহ তার এলাকা বেশ বাড়িয়ে দিয়েছে, তবে সূর্যও কম যায় না সে তার কম শক্তি নিয়েও একদম সোজা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই আস্তে আস্তে আস্তে দিন এবং রাতের তাপমাত্রা ভাড়ার কথাই বলছে আবহাওয়া অফিস।

এমনিতে সাগরে কোনো অতিরিক্ত আলোড়ন নেই। একটি স্বাভাবিক লঘু চাপ আছে। তার প্রভাবে আকাশ সামান্য মেঘলা হতে পারে। যদি তিয়া হয় তাহলে শীত কমার কথা ভুলেই যাবেন। মেঘলা আকাশ দেখলেই গরম পোশাক নিয়ে তৈরি হয়ে যাবেন।

তবে গড়পড়তা আবহাওয়ার ভাবগতিক দেখে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে একদম মন যেমন চায়, তেমন শীতের দিন। দিনের বেলা রোদ থাকবে। তখন খুব সাজুগুজু দিয়ে ঘুরঘুর করা যাবে। রাতে যখন শীত বাড়বে তখন সুরুৎ করর কম্বলের নিচে ঢুকে যেতে হবে।

আয়েসে কাটুক সুন্দর এই শীতের দিনটি।

সারাবাংলা/এমএ/এনএইচ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর