Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যার হুমকি দিয়ে আমাকে চুপ করানো যাবেনা- তসলিমা নাসরিন


১৫ জানুয়ারি ২০১৮ ১৫:৫৮

রোকেয়া সরণি ডেস্ক।।

নির্বাসিত নারীবাদী লেখক তসলিমা নাসরিন বলেছেন,  মৌলবাদীদের ক্রমাগত হত্যার হুমকিতে তিনি ভীত নন। যত যাই ঘটুক, তিনি তার মত স্বাধীনভাবে প্রকাশ করেই যাবেন।

ভারতের চেন্নাইতে ‘লিট ফর লাইফ ফেস্ট, ২০১৮’ তে মিস্ট্রি স্পিকার হিসেবে যোগ দিয়ে একথা বলেন তসলিমা নাসরিন।  রোববার দ্য হিন্দুর কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দারের সাথে এক সংলাপে মত প্রকাশের অধিকারসহ নানা বিষয় নিয়ে কথা বলেন বিখ্যাত এই বাংলাদেশি লেখক। তিনি বলেন, বিরোধিতা করার ক্ষমতা ছাড়া মত প্রকাশের স্বাধীনতা অসম্পূর্ণ।  ফ্যানাটিক বা অন্ধবিশ্বাসীদের হত্যার হুমকি মাথায় নিয়ে ১৯৯৪ সাল থেকে নির্বাসনে থাকা তাসলিমা  বলেন, হত্যার হুমকি থাকা সত্ত্বেও ভারতে থাকতে তিনি স্বস্তি বোধ করেন।

তিনি আরও বলেন, ‘সরকার কেন মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেনা?  আমি কখনোই আমার মত প্রকাশ থেকে পিছিয়ে আসবনা।  আর সেলফ সেন্সরশিপ হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম সেন্সরশিপ।’

‘লজ্জা’ এবং ‘দ্বিখণ্ডিত’ বই এর জন্য মুসলিম উগ্রপন্থীদের ক্রোধের মুখে পড়া তসলিমা জানান, ‘আমি জানি যে আমাকে হত্যা করা হতে পারে কিন্তু তা নিয়ে আমি মোটেই ভীত নই।  ইসলামিক দেশগুলোর উচিৎ ধর্মকে রাষ্ট্রব্যবস্থা থেকে আলাদা করা।’

যেসব লেখালিখির জন্য তার মাথার উপর মৃত্যুর খড়গ ঝুলছে আর তিনি নির্বাসিত তা নিয়ে ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।  ব্যথাকে যিনি শিল্পিতভাবে নিজের লেখায় তুলে ধরেছেন সেই তসলিমা নাসরিন জীবন বাঁচাতে এইযে দৌড়ের উপর আছেন সারাক্ষণ তার থেকেও বেশি কষ্ট পান তার লেখালিখির মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার উপর প্রতিবন্ধকতা নেমে আসায়।  নাস্তিকতা নিয়ে তিনি দাবি করেন,  স্রষ্টার নীতি পরীক্ষা করার জন্য মজা করে কথা বলে দেখছেন যে তার জিহ্বা কাটা যায় কিনা।  মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিতে তা সার্বভৌম বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কারো মত পছন্দ না হলে তার বিরোধিতা করার অধিকার সবারই থাকা উচিৎ।’

বিজ্ঞাপন

রাজনীতি নাকি ধর্মভিত্তিক রাজনীতি কোনটা বেশি উদ্বেগের?  সুহাসিনীর এমন প্রশ্নের জবাবে তিনি জানান,  ‘এটা আসলে ধর্মনিরপেক্ষতা বনাম অন্ধবিশ্বাস, যুক্তিবাদিতা বনাম অযৌক্তিকতা, নতুনত্ব বনাম ঐতিহ্য…’

এই সংলাপে ফেমিনিজম নিয়ে তিনি বলেন, ‘নারীবাদী না হলে সে কখনোই মানবতাবাদী হতে পারবেনা।’

 

সারাবাংলা/ আরএফ/এসএস

 

 

তসলিমা নাসরিন দ্বিখণ্ডিত ধর্ম নারীবাদ মুসলিম উগ্রপন্থী লজ্জা হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর