শুকনো দিনে
২০ জানুয়ারি ২০১৯ ১০:৩৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
আমাদের দেশে শীতটা যেন কেমন! খুব শুষ্ক, রুক্ষ, একদম প্রাণ নেই। এরকম শুষ্ক রুক্ষ দিনে আবার ঘুরে ফিরে রোববারটা এসে পড়লো। জীবনে যাও একটু আনন্দ থাকে রোববার আসলে মনে হয়, আরে আবার তো সেই পাহাড় ডিঙাতে হবে তারপর শুক্রবার!
দিন আস্তে আস্তে বড় হচ্ছে দিন যত বড় হচ্ছে সূর্যের ও প্রতাপ একটু একটু বেড়ে যাচ্ছে আর সেই সাথে বাড়ছে তাপমাত্রা। যদি আবহাওয়ার হিসেবে দেখতে হ, তবে বলা যায় যে জেলাগুলোতে শৈত্যপ্রবাহ চলছিল সেই জেলাগুলো তে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
তীব্র শীত থেকে যখন এই একটু একটু তাপমাত্রা বাড়ছে তখন কিন্তু মানুষের প্রাণ নেচে উঠছে এক নতুন আনন্দে। শীত শুষ্ক, বৃষ্টি হয় না, এই বৃষ্টি না হতে হতে প্রকৃতি হাল কী হয়েছে দেখেছেন? মনে হয় যেন কত দিন গোসল করে না, একদম ধুলো-ময়লা দিয়ে ভরা।
এই ধুলো বলার মধ্যে ভালো খবর হচ্ছে কুয়াশা কিন্তু তার কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু সমস্যা তার জন্য, এতগুলো ময়লা কে ভিজিয়ে রাখা পরিষ্কার করা… কিন্তু তারপরেও এই ময়লা যে কম উঠছে এটার কারণ ও কুয়াশা!
শীত যতই কমতির দিকে যাচ্ছে এই শুষ্কতার পরিমাণ একটু বেড়েই যাচ্ছে। যতদিন বৃষ্টি না হবে এই শুষ্কতার সাথে আসলে বুঝে চলতেই হবে। যাক বাবা এত ভেবে কাজ নেই রোববার শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাক। এই সপ্তাহটা পার করে শুক্রবার আসতে আসতে শীত কতটুকু থাকে সেটাই তো চিন্তার বিষয়। দেখা যাক সেও দেখে যাবেনে।
শুভ যাক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ